মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় ১১ ইউনিয়নে ৯২টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসবের আয়োজন চলছে। হিন্দু ধর্মালম্বীদের এটিই সবচেয়ে বড় পূজা উৎসব।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মঠবাড়িয়া উপজেলার মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরীর কাজ। ভাষ্কর শিল্পীরা রাতদিন ব্যস্ত আছেন প্রতিমা তৈরীর কাজে। উপজেলার অধিকাংশ মন্ডপে মাটির কাজ চলমান। ভাষ্কর শিল্পীরা প্রতিমার কারুকার্য কাজে ব্যাস্ত সময় পার করছেন। এসব মণ্ডপে নির্মাণাধিন প্রতিমায় নানা বর্ণিল রঙের প্রলেপে প্রতীমা শোভন রূপ মূর্ত হয়ে উঠেছে।
মঠবাড়িয়া উপজেলার কবতুরখালী গ্রামের হালদার বাড়ি রাজ মন্দিরে প্রতিবছরের ন্যায় এবও সর্ব বৃহৎ দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এবছর এই মন্ডপে ৩০১টি প্রতিমা দিয়ে দূগা উৎসব অনুষ্ঠিত হবে।
মঠবাড়িয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু পঙ্কজ কুমার সাওজাল জানান, এবার এ উপজেলা ৯২ টি সার্বজনীন পূজা মন্ডপে প্রতিমা নির্মাণ কাজ চলছে। ব্যাপক শান্তি শৃংখলা রক্ষা প্রশাসন ও পূজা উদযাপন কমিটি সমন্বিতভাবে কাজ করবে।
মঠবাড়িয়ায় ৯২টি পূজামণ্ডপে শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি

Comment here