মঠবাড়িয়া

মঠবাড়িয়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজ

মঠবাড়িয়া প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় দুলিয়া বেগম (৩৫) নামে ৪ সন্তানের জননী মঙ্গলবার নিখোঁজ হয়েছেন । দুলিয়া বেগম উপজেলার মিরুখালী গ্রামের কৃষক সেলিম খানের স্ত্রী। এ ঘটনায় নিখোঁজ দুলিয়া বেগমের স্বামী সেলিম খান ওই দিন রাতে মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়রী করেছেন।
নিখোঁজ দুলিয়া বেগমের স্বামী সেলিম খান জানান, দুলিয়া বেগম মঙ্গলবার সকালে বিদ্যুৎ বিল জমা দিতে বাড়ি থেকে বেড়িয়ে আসে এরপর আর সে বাড়ি ফিরে আসেনি। আমারা স্বজনরা সম্ভব্য সকল আত্মীয়-স্বজনের বাড়ি খোজা-খুজি করে না পেয়ে রাতে মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়রী করি।
মঠবাড়িয়া তানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জিডির বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।

Comment here