ভান্ডারিয়া প্রতিনিধিঃ
ভান্ডারিয়ায় গণমাধ্যমকর্মী ও সংবাদপত্র সেবীদের অর্থ সহায়তা দিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও ভান্ডারিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। তিনি ভান্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি ও পিরোজপুর থেকে প্রকাশিত দৈনিক পিরোজপুর কণ্ঠের প্রকাশক। ভান্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মিলন অনুদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম মিলন জানান, উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম সাংবাদিক ও সংবাদপত্র সেবীদের দুই লাখ টাকা সহায়তা দিয়েছেন।প্রেসক্লাবের ৩১ জন সদস্য প্রেসক্লাবের বাইরের আরও চার জন সদস্য ও চার জন সংবাদপত্র সেবীর মধ্যে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এর আগে, তিনি প্রেসক্লাবের ভবন নির্মাণের জন্য পাঁচ লাখ টাকা দিয়েছিলেন।
মিরাজুল ইসলামের বাড়ি উপজেলার তেলীখালী ইউনিয়নে। তার বাবা শাহাদাৎ হোসেন তেলীখালী ইউনিয়নের চেয়ারম্যান থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। মিরাজুলের ছোটভাই শামসুদ্দিন বর্তমানে ওই ইউনিয়নের চেয়ারম্যান। মিরাজুল ইসলামের বড় ভাই মহিউদ্দিন মহারাজ পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
করোনা প্রাদুর্ভাবে প্রকৃতপক্ষে সকল শ্রেণির মানুষ ক্ষতিগ্রস্ত। ভান্ডারিয়া উপজেলায় অসহায় ও কর্মহীন মানুষসহ নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত মানুষদের সহায়তায় পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন মো. মিরাজুল ইসলাম মিরাজ ও তার বড় ভাই মহিউদ্দিন মহারাজ।
ভান্ডারিয়ায় সাংবাদিকদের অর্থ সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম

Comment here