নিজন্ব প্রতিবেদকঃ
রোববার দুপুরে ভান্ডারিয়া উপজেলার বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্মেলনে ২০ হাজার নেতকর্মীকে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ সম্মেলনে আগত সকল নেতকর্মীদের মাঝে বইগুলো বিতরণ করা হয়।
বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে আওয়ামী লীগ এবং এর অংগ সংগঠনের নেতকর্মীদের জানানোর জন্যই সম্মেলনে আগতদের মাঝে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করা হয়েছে বলে জানান ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ।
ভান্ডারিয়ায় আওয়ামী লীগের সম্মেলনে ২০ হাজার নেতাকর্মীকে দেয়া হয়েছে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’

Comment here