দক্ষিন বাংলার প্রখ্যাত আলেমেদ্বীন শায়খুল হাদিস আল্লামা রফিক আহম্মেদ মহল্লি হুজুর আজ রাএ ৯ ঘটিকায় তার পিরোজপুরের নাজিরপুর উপজেলার নিজ বাসভবন চৌঠাইমহলে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স ছিল ৯০ বছর ।
মুত্যু কালে তিনি তিন কন্যা এবং তিন পুএ সন্তান রেখে গেছেন । শোক সন্তপ্ত পরিবারর প্রতি গভীর সমবেদনা জানিয়ে গভীর শােক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগর আইন বিষয়ক সম্পাদক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এ্যাডভাকট শ. ম. রেজাউল করিম
আল্লামা রফিক আহম্মেদ মহল্লি হুজুর দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন । তিনি দীর্ঘদিন ধরে মৃত্যুর পূর্ব পর্যন্ত সাতকাছেমিয়া মাদরাসার দায়িত্বে ছিলেন। আল্লামা রফিক আহম্মেদ ছোট বেলা থেকে খুক-ই সাধারন জীবন যাপন করতেন, তার হাতে হাজার ছাএ দ্বিনি এলেমে দীক্ষিত হয়েছে । তার মৃত্যুতে গোটা দক্ষিন বংগে শোকের ছায়া নেমে এসেছে। আজ সকাল ন’টায় তার – ই দায়িত্ব প্রাপ্ত মাদরাসা সম্মুখ প্রাঙন -এ তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
Comment here