ইন্দুরকানী প্রতিনিধিঃ
পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জেলার ইন্দুরকানীতে অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। সোমবার দুপুরে ইন্দুরকানী থানা কমপ্লেক্সে উপজেলার প্রায় অর্ধশত অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে ইন্দুরকানী থানা কমপ্লেক্সে নব নির্মিত গোলঘর উদ্বোধন করেন পুলিশ সুপার। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু হাসান মিয়া, ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির প্রমুখ।
Comment here