ইন্দুরকানী

পুলিশ সুপার ইন্দুরকানীতে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন

ইন্দুরকানী প্রতিনিধিঃ
পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জেলার ইন্দুরকানীতে অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। সোমবার দুপুরে ইন্দুরকানী থানা কমপ্লেক্সে উপজেলার প্রায় অর্ধশত অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে ইন্দুরকানী থানা কমপ্লেক্সে নব নির্মিত গোলঘর উদ্বোধন করেন পুলিশ সুপার। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু হাসান মিয়া, ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির প্রমুখ।

Comment here