নিজস্ব প্রতিবেদকঃ
মাত্র চারদিন জেলে থাকার পর জামিনে মুক্ত হয়েছে পিরোজপুর শহরের পিনাকেল প্লাসের মালিক (রেডিমেট কাপড়ের ব্যবসায়ী) ইয়াবা ব্যবসায়ী মাইনুল কবির সিপার। গোপন গত ৪ এপ্রিল বিকেলে পিরোজপুর সদর থানার এসআই সফিকুল ইসলাম মোল্লার নেতৃত্বে সংবাদের ভিত্তিতে একদল পুলিশ পিরোজপুর থানা রোডের পিনাকেল প্লাস নামের তার নিজ কাপড়ের দোকানে অভিযান চালিয়ে সিপারকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।।
সিপারের বাড়ি নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠিতে। তার বাবার নাম এস এম শাহজাহান কবির। কাপড়ের ব্যবসার আড়ালে সিপার দীর্ঘদিন মাদক ব্যবসা পরিচালনা করে আসছে এবং তার সাথে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র বলে অভিযোগ রয়েছে।
Comment here