নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুরে পিকআপের চাপায় মারা গেছেন এক বৃদ্ধ। শনিবার ভোর ৪টার দিকে পিরোজপুর-খুলনা সড়কের বলেশ্বর ব্রিজ টোল ঘর এলাকায় এ দুর্ঘনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৭৫ বছর বলে পুলিশ জানালেও তাৎক্ষনিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় জানতে পারেনি বলে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, বাগেরহাট থেকে দ্রুতগামী একটি পিকআপভ্যান বলেশ^র ব্রিজ পার হয়ে টোল ঘরের দিকে যাচ্ছিল। এসময় পিকআপ ভ্যানটি ওই বৃদ্ধকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
পিরোজপুর বলেশ্বর ব্রিজ টোল ঘর এলাকায় পিকআপ ভ্যানের চাপায় বৃদ্ধের মৃত্যু

Comment here