নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুরে পিকআপের চাপায় মারা গেছেন এক বৃদ্ধ। শনিবার ভোর ৪টার দিকে পিরোজপুর-খুলনা সড়কের বলেশ্বর ব্রিজ টোল ঘর এলাকায় এ দুর্ঘনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৭৫ বছর বলে পুলিশ জানালেও তাৎক্ষনিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় জানতে পারেনি বলে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, বাগেরহাট থেকে দ্রুতগামী একটি পিকআপভ্যান বলেশ^র ব্রিজ পার হয়ে টোল ঘরের দিকে যাচ্ছিল। এসময় পিকআপ ভ্যানটি ওই বৃদ্ধকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
Comment here