মঠবাড়িয়া

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০ লাখ টাকার কারেন্টজাল জব্দ

মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে অভিযান চালিয়ে ২০ লক্ষাধিক টাকার কারেন্টজাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নিচতলায় তন্নী স্টোর ও মেসার্স আলম ট্রেডার্স এর গোডাউন থেকে এই জাল জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হকসহ মৎস্য বিভাগ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিপন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ জালগুলো জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো উপজেলা পরিষদ এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি।

Comment here