এ কে আজাদঃ
পিরোজপুরের ঐতিহ্যবাহি প্রতিষ্ঠান দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত হলো স্বাধীনতা মঞ্চ। ৮ ডিসেম্বর পিরোজপুর মুক্ত দিবসে মঞ্চটির উদ্বোধন করেন বাংলাাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের এমপি শেখ এ্যানী রহমান।
গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের এই ময়দানে ভাষণ দিয়েছিলেন, জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ অনেক খ্যাতিমান রাজনীতিবিদ।
মঞ্চটি নির্মিত হবার পর বিভিন্ন মহল ও ব্যক্তি ক্লাব কর্তৃপক্ষকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে স্বাধীনতা মঞ্চের নির্মাণ কাজে যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন।
Comment here