কাউখালী প্রতিনিধি:
কাউখালী উপজেলার সয়না-রঘুনাথপুর ইউনিয়নে উপনির্বাচনকে কেন্দ করে মঙ্গলবার দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে বর্তমান ইউপি সদস্য আলামীনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় আলী হোসেন, আফতাব উদ্দিন ও কাওসার সিকদার নামে তিনজনকে আটক করেছে।
স্থানীয়রা জানান, দুপুরে ইউনিয়নের মেঘপাল ও ধাবড়ি গ্রামে এলিজা সাঈদের প্রধান দুটি নির্বাচনী কেন্দ্র আনারশ মার্কার চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন পলাশের সমর্থকরা পূর্ব গণ্ডগোলের জের ধরে গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করেছেন প্রার্থী এলিজা। এ ঘটনায় সয়না-রঘুনাথপুর ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে। কাউখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
Comment here