কাউখালী

কাউখালীতে জাতীয় শোক দিবসে শোক র‌্যালী

কাউখালী প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শোক র‌্যালী বের করা হয়েছে ।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে শোক র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ কর্মসূচিতে সরকারি, বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।
শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. আবু সাঈদ মনু মিঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মৃদুল আহম্মেদ সুমন, ওসি কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, সুনীল কুন্ডু, ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আমিনুর রশীদ মিল্টন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার সিকদার, ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ, জেলা পরিষদের সদস্য বাবলু জোমাদ্দার, শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু প্রমুখ। আলোচনা সভা শেষে শিশুদের চিত্রাঙ্কন ও বড়দের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে সকালে সরকারী বেসরকারীসহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো ব্যাজ ধারন করা হয়।

Comment here