ইন্দুরকানী

ইন্দুরকানীতে জাতীয় শোক দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইন্দুরকানী প্রতিনিধিঃ
পিরোজপুরে ইন্দুরকানীতে জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৪তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার পরিষদের সামনে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে পিরোজপুর সদরের এ্যাসিল্যান্ড রামানন্দ পালের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বজলুর রহমান মিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান, ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আ’লীগের সভানেত্রী দিলরুবা মিলন নাহার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আঃ লতিফ হওলাদার, মোঃ মাহমুদুল হক দুলাল, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন হাওলাদার, সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক আলী হাওলাদার, উপজেলা আ’লীগের সদস্য মোঃ সাইদুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ই¯্রাফিল খান নেওয়াজ প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বাগা, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: শংকর কুমার ঘোষ, উপজেলা জাতীয় পার্টি জেপির সদস্য সচিব শাহীন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাররফ হোসেন, মোঃ কাওসার আহম্মেদ দুলাল, যুগ্ম সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান রানা,উপজেলা আ’লীগের সদস্য মোঃ মাহাবুব আলম ফকির, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল সিকদার, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মোঃ আরিফুর রহমান টুটুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান ছগির সহ আ’লীগ ও জেপির অংগ সংগঠনের নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারে নিহত সদস্যদেও রুহেম মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

FacebookTwittergoogle_plusShare

Comment here