কাউখালী

কাউখালীতে জাতীয়পার্টি’র (জেপি) প্রার্থী এলিজা সাঈদ চেয়ারম্যান নির্বাচিত

কাউখালী প্রতিনিধি|
পিরোজপুরের কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জাতীয়পার্টির(জেপি) মনোনীত প্রার্থী এলিজা সাঈদ বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে তিনি উপজেলার প্রথম ইউনিয়ন পরিষদেও নারী চেয়ারম্যান নির্বাচিত হন। এলিজা সাঈদ সাইকেল প্রতীকে তিনি ভোট পান ২ হাজার ২৪৯ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পলাশ আনারস প্রতীকে পান ১ হাজার ৭৩৪ ভোট, চশমা প্রতীকে নজরুল ইসলাম পেয়েছেন ৮৫৮ ভোট। গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এই ফলাফল ঘোষণা করেন। এবং বে-সরকারি ভাবে এলিজা সাঈদ চেয়ারম্যান নির্বাচিত হন। এদিকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী কঠোর নিরাপত্তায় চার স্তরে নিরাপত্তা ছিল চোখে পড়ার মত। ভোট গ্রহন এবং ভোট গণণা শেষে সন্ধ্যা পৌণে আটটার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

Comment here