কাউখালী প্রতিনিধি|
পিরোজপুরের কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জাতীয়পার্টির(জেপি) মনোনীত প্রার্থী এলিজা সাঈদ বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে তিনি উপজেলার প্রথম ইউনিয়ন পরিষদেও নারী চেয়ারম্যান নির্বাচিত হন। এলিজা সাঈদ সাইকেল প্রতীকে তিনি ভোট পান ২ হাজার ২৪৯ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পলাশ আনারস প্রতীকে পান ১ হাজার ৭৩৪ ভোট, চশমা প্রতীকে নজরুল ইসলাম পেয়েছেন ৮৫৮ ভোট। গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এই ফলাফল ঘোষণা করেন। এবং বে-সরকারি ভাবে এলিজা সাঈদ চেয়ারম্যান নির্বাচিত হন। এদিকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী কঠোর নিরাপত্তায় চার স্তরে নিরাপত্তা ছিল চোখে পড়ার মত। ভোট গ্রহন এবং ভোট গণণা শেষে সন্ধ্যা পৌণে আটটার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
কাউখালীতে জাতীয়পার্টি’র (জেপি) প্রার্থী এলিজা সাঈদ চেয়ারম্যান নির্বাচিত

Comment here