ইন্দুরকানী প্রতিনিধিঃ
ইন্দুরকানীতে বাবার সাথে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরল স্কুল ছাত্র মোঃ আবির হাওলাদার (১২)। শনিবার দুপুরে উপজেলার কালাইয়া গ্রামের আল আমিন হাওলাদারের ছেলে আবির তার বাবার সাথে বাড়ির সামেনের খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
আবিরের চাচা মোঃ হেলাল হাওলাদার জানান, আমার ভাই ও তার ছেলে বাড়ির সামনের খালে গোসল করছিল। আমার ভাই গোসল শেষ করে উঠে গেলেও ভাতিজা খাল থেকে উঠেনি। ঘন্টা পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসলে আমরা তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খোজাখুজির পর খালের পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করি। আমার ভাতিজা সাঁতার জানত।
আবির যখন গোসল করছিল তখন ওই খালে কোমর পর্যন্ত পানি ছিল। নিহত আবির ১৩নং ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। তবে পরিবার ও স্থানীয়দের দাবি এই খালে (জ্বীন-ভূতের) দোষ থাকার কারণে তার মৃত্যু হয়েছে। কয়েক বছর পূর্বে একই খাল থেকে দুই শিশু গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিল। পরে তাদেরও মৃত্যু অবস্থায় উদ্ধার করা হয়।
Comment here