কাউখালী

কাউখালীতে কোটি টাকা আত্মসাতের অভিযোগো হায়হায় কোম্পানীর প্রধান গ্রেফতার

কাউখালী প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে ঘর করে দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে খোকন ফকির নামে হায়হায় কোম্পানীর হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, উপজেলার জোলাগাতী গ্রামের খোকন ফকির যমুনা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি নামে একটি প্রতিষ্ঠান খুলে প্রতি গ্রাহকের কাছ থেকে এক হাজার ৫০ টাকা নিয়ে গত বছরের ২০ ডিসেম্বর থেকে প্রতি মাসে চাল, ডাল, তেল, আটা, চিনি দিয়ে প্রলোভন সৃষ্টি করে। পরে ঘর দেওয়ার কথা বলে প্রতি গ্রাহকের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে এক লাখ টাকার ঘর এবং ২৫ হাজার টাকা নিয়ে তিন লাখ টাকার ঘর দেবে বলে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেয়।
এ ব্যাপারে উপজেলার বাশুরী গ্রামের আবদুর রহমান বাদী হয়ে বুধবার থানায় মামলা করেন। অভিযোগের ভিত্তিতে ওসি নজরুল ইসলামের নেতৃত্বে কাউখালী থানা পুলিশ খোকন ফকিরের কার্যালয়ে অভিযান চালায়। কাউখালী থানার ওসি নজরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন।

Comment here