“ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার”—এ স্লোগানে পিরোজপুরে পালিত হয়েছে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন। ১৬ জুলাই (বুধবার) বেলা ১১টায় জেলা বাস টার্মিনালে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পিরোজপুর সার্কেল। জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগের সহায়তায় এই ক্যাম্পেইনে লিফলেট বিতরণ করা হয় পথচারী, যাত্রী ও বাসচালকদের মাঝে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার। সভাপতিত্ব করেন বিআরটিএ পিরোজপুরের সহকারী পরিচালক মাহফুজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী মাসুম, ট্রাফিক ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান মনির, মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম, আলিফ আহাম্মেদ রাজিবসহ আরও অনেকে।
বক্তারা জানান, ২০২৫ সালের জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস উপলক্ষে নিরাপদ সড়কের দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। তারা বলেন, গত বছরের অভ্যুত্থানে পিরোজপুরে পাঁচজন শহীদ হন, যাদের মধ্যে তিনজন ছিলেন পরিবহনশ্রমিক। তাই এ আন্দোলনের মূল বার্তা পৌঁছে দিতে ক্যাম্পেইনটি বিভিন্ন জায়গায় অব্যাহত থাকবে।
এর আগে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়েও একই রকম ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়।


Comment here