নেছারাবাদ/স্বরূপকাঠি

স্বরূপকাঠী উপজেলা আ’লীগের বর্ধিত সভায় দুই পক্ষের হট্টগোল

নিজস্ব প্রতিবেদকঃ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দুই পক্ষের মধ্যে শ্লোগান পাল্টা শ্লোগানে হট্টগোল হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভায় হট্টগোল হয়।

সকালে সভার শুরুতেই জেলা কমিটি কর্তৃক বলদিয়া ইউনিয়ন কমিটি ভেঙ্গে আহবায়ক কমিটি গঠনের বিরোধিতা করেন সাবেক সাংসদ অধ্যক্ষ মো. শাহ আলম। এক পর্যায়ে অধ্যক্ষ মো. শাহ আলম এর নেতৃত্বে বেশ কয়েকটি ইউনিয়নের নেতা কর্মীরা সভা বয়কট করে শ্লোগান দিতে দিতে সভাস্থল ত্যাগ করেন।

এ সময় পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ একেএমএ আউয়ালের অনুসারীরা পাল্টা শ্লোগান দিলে উপজেলা ক্যাম্পাসের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়ে। পরে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল সবাইকে ধৈর্য্য ধরে সভায় অংশ গ্রহণের আহবান জানান এবং উপজেলা সভাপতি সম্পাদককে সভা শুরু করার নির্দেশ দেন।

পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে দলের একাংশের সভা শুরু হয়। সেখানে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কমিটির সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার বাদশা, যুগ্ন সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস, মো. মজিবুর রহমান খালেক, উপজেলা সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক, পৌর মেয়র গোলাম কবির প্রমুখ।

সভা বয়কট করা প্রসঙ্গে সাবেক সাংসদ ও জেলা কমিটির সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম বলেন, কোনো প্রকার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একটি ঠুনকো অভিযোগের তদন্ত ছাড়াই জেলা কমিটি বলদিয়া ইউনিয়ন কমিটি ভেঙ্গে দেয়। একটি বৈধ কমিটি ভেঙ্গে দিয়ে মনগড়া আহবায় কমিটি গঠন করার নামে নেতা-কর্মীদের অবমুল্যায়ন কাম্য নয় বলেই বিরোধিতা করে সভা বয়কট করেছি।

এদিকে, সভা শুরু হওয়ার আগে উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Comment here