সকল জল্পনা-কল্পনার অবসান, মনোনয়ন পেলেন মোশারেফ খান

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারেফ হোসেন খান। বুধবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। এছাড়া মো. মোশারেফ হোসেন খান তার দলীয় মনোনয়ন পাওয়ার খবর নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডে সভা হয়। সভায় মো. মোশারেফ হোসেনকে নাজিরপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১৬ মার্চ নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে। ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে। নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ২০ ফেব্রুয়ারি বাছাই ও ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।
গত ১ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার মৃত্যুবরণ করেন। তিনি ২০০৯ ও ২০১৯ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৯ নভেম্বর মো. মোশারেফ হোসেন খান উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি নির্বাচিত হন। ২০২১ সালের জুনে সর্বশেষ তিনি নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ওই ইউপির ছয়বার নির্বাচিত চেয়ারম্যান।