মঠবাড়িয়া

মঠবাড়িয়ায় বিজয়ী নারী মেম্বারের পরিবারের ৭ সদস্যকে কুপিয়ে জখম

মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনে জয়ী প্রার্থীর স্বামীসহ পরিবারের সাত সদস্যকে কুপিয়ে জখম করেছে পরাজিত প্রার্থীর সমার্থকরা। আজ মঙ্গলবার সকালে উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। আহত সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
আহতরা হলেন- বেতমোর ইউনিয়নের সংরক্ষতি নারী আসনের বিজয়ী প্রার্থী মোছা. মিনারা বেগমের (কলম প্রতীক) স্বামী মো. ফারুক হাওলাদার (৪৫), ছেলে মো. মারুফ হাওলাদার (৩০), রাকিব হাওলাদার (২২) ও তাদের স্বজন মো. ফারুক (২৮), মিন্টু পহলান (৪০), সবুজ (২২), মাসুম (২১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম দফায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বেতমোর ইউনিয়ন ১নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী দুই নারী প্রার্থী মিনারা বেগম (কলম প্রতীক) ও রানী বেগম (বই প্রতীক) এর মধ্যে বিরোধ চলে আসছিল। নির্বাচনে কলম প্রতীক জয়ী হলে বই প্রতীক এর সমর্থকরা ক্ষুব্ধ হয়। গত মঙ্গলবার সকালে জয়ী নারী প্রার্থীর স্বামী, ছেলে ও স্বজনদের নিয়ে বিজয়ী ইউপি চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে দেখা করতে যাওয়ার পথে পরাজিত নারী প্রার্থীর সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আহত ছয়জনকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত নুরুল ইসলাম বাদল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comment here