ভান্ডারিয়া

ভান্ডারিয়া ৪৪তম বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী প্রস্তুতি সভা

ভান্ডারিয়া প্রতিনিধিঃ
আগামী ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ভা-ারিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইঞ্জিয়ার খন্দকার মোশারফ হোসেন অডিটরিয়ামে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় এ উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ওসি এস এম মাকসুদুর রহমান, পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দা, উপজেলা আওয়মীলীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, মো. শফিকুল কবির বাবুল তালুকদার, যুদ্ধকালীন কমান্ডার আব্দুল আজিজ সিকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক ওয়াহীদ মন্নান উজ্জল হাওলাদার ,বন্দর ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আব্দুস ছালাম খন্দকার প্রমূখ।
ওই দিন গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে- প্রত্যুষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ, শোক র‌্যালী, জাতীয় পতাকা অর্ধনমিত, মসজিদ-মন্দিরে বিশেষ দোয়া ও সমবেত প্রার্থণা, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন ও বড়দের রচনা প্রতেযোগীতা এবং বাধ্যতা মূলক সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালনের জন্য বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে দিবসটি পালন উপলক্ষে সভায় উদ্যাপন কমিটি ও উপ-কমিটি করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এসময় সরকারি,বে-সরকারি কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ,মুক্তিযোদ্ধা, শিক্ষক,সাংবাদিক,ব্যবসায়ী,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এস সমদ্দার

Comment here