ভান্ডারিয়া

ভান্ডারিয়ায় নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে গঠিত প্লাটফর্ম সদস্যদের “শেয়ারিং সভা” অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে গঠিত প্লাটফর্ম সদস্যদের “শেয়ারিং সভা” অনুষ্ঠিত হয়েছে। ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় রূপান্তর সংস্থার আয়োজনে গত ১৯ সেপ্টেম্বর ভান্ডারিয়া উপজেলা প্রেসক্লাব সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান এবং উপজেলা প্লাটফরম-এর আহবায়ক আসমা আক্তারের সভাপতিত্বে প্লাটফরম সদস্যদের সমন্বয়ে শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিগত তিন মাসের প্লাটফরম সদস্যদের কার্যক্রম পর্যালোচনা,প্রতিবন্ধকতা, নারী ও শিশু নির্যাতন মূলক ঘটনা পর্যালোচনা, এবং বাল্যবিবাহ প্রতিরোধে সদস্যদের করণীয় দিকগুলো সম্পর্কে আলোচনা করা হয়। উপজেলা পর্যায়ে বিভিন্ন ইস্যুভিক্তিক জনসচেতনীকরণ, স্থানীয় ইস্যুতে এ্যাডভোকেসী করা,বাল্যবিবাহ ও নারী নির্যাতন ইস্যুতে এ্যাডভোকেসী করার বিষয়ে সদস্যগণদের সমন্বয়ে আগামী তিন মাসের একটি কর্মপরিকল্পনা তৈরী করা হয়। সভার কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন রূপান্তরের পিরোজপুর জেলার প্রকল্প কর্মকর্তা মো: শফিকুল আজম।

Comment here