ভান্ডারিয়া

ভান্ডারিয়া ডাক্তারের অবহেলার কারণে জননীর মৃত্যুর অভিযোগ

ভান্ডারিয়া প্রতিনিধিঃ
ভান্ডারিয়া হাসপাতালে ডাক্তারের কর্তব্যে অবহেলার কারনে নারগীস আক্তার(৪৫)নামের তিন সন্তানের জননীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। ঘটনাটি ঘটেছে রোববার(৪আগষ্ট)সকাল সোয়া ৭টায়। পরিবার ও স্বজনসূত্রে জানাগেছে, শনিবার বেলা ১১টার দিকে পার্শবর্তী রাজাপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের শাহআলম মীরার স্ত্রী নারগীস আক্তার জ্বর নিয়ে ভা-ারিয়া হাসপাতালে ভর্তি হয়। রোববার সকাল পাঁচটার দিকে রোগীর অবস্থা খুবই গুরুতর হওয়ায় রোগীর স্বজনরা কর্তব্যরত ডাক্তারকে ফোন করলে ডাক্তার আসার পূর্বে রোগী মারা যায়। মৃতের স্বামী শাহআলম মীর ডাক্তারের অবহেলার কারনে তার স্ত্রীর মৃত্যু হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকতার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা (টিএইচএ) জহিরুল ইসলাম জানান, হাসপাতালে ডাক্তার সংকট রয়েছে। আর যে রোগী মারা গেছে সে মূলত দীর্ঘদিন ধরেই অসুস্থ্য ছিল। তা ছাড়া সে কোন রোগেরই পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই দুর্বল অবস্থায় ভর্তি হয়েছিল। এ ব্যপারে ডাক্তারের অবহেলা আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

FacebookTwittergoogle_plusShare

Comment here