পিরোজপুর সদর

পিরোজপুর সদর হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির লাশ : সন্ধান চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক:
পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তি মারা গেছে। এ অবস্থায় লাশের পরিচয় সনাক্ত করতে স্বজনদের খোঁজ করছে পিরোজপুর সদর থানা পুলিশ।
পিরোজপুর সদর উপজেলার ডুমরিতলা শ্রীগুরু আশ্রমে ৬ তারিখে এক অজ্ঞাত ব্যক্তি থাকতে শুরু করে। আশ্রমের পরিচালনা কমিটির কর্মকর্তারা বিষয়টি জানলেও থানা পুলিশকে জানায়নি। বুধবার রাতে অজ্ঞাত ব্যক্তি অসুস্থ হলে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে ডুমরিতলা আশ্রমের পরিচালনা কমিটির কর্মকর্তারা। রাত ১২ টার দিকে ওই ব্যাক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। কিন্তু এখন পর্যন্ত তার পরিচয় কেউ সনাক্ত করতে না পারায় মৃত ব্যক্তিটির লাশ রয়েছে পিরোজপুর সদর হাসপাতালে জানায় পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল।
এ বিষয়ে ডুমরিতলা শ্রীগুরু আশ্রমের সাধারন সম্পাদক শংকর দেবনাথ জানান, এমাসের ৬ তারিখে অজ্ঞাত ব্যক্তিটি আশ্রম প্রাঙ্গনে এসে খাবার চেয়ে খেয়ে সেখানেই থাকতে শুরু করে। আমরা তাকে তার পরিচয় সম্পর্কে বললে সে কিছুই বলেনি। আমরা ভেবেছিলাম লোকটি মানসিক ভারসাম্য হারিয়েছে। আজ অসুস্থ হয়ে পড়লে আমিসহ কয়েকজন হাসপাতলে নিয়ে আসি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রাতে মারা যায়।
পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইসতিয়াক আহমেদ জানান, রাতে অজ্ঞাত ব্যক্তিটিকে ভর্তি করা হয়। রাত ১২ টার দিকে সে মারা যায়। প্রাথমিকভাবে ধারনা ষ্ট্রোক করে মারা গিয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।
পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল বলেন, লোকটি বয়ষ্ক, পরিচয় এখনো পাওয়া যায়নি। লোকটির পরিচয় জানতে পারলে তার স্বজনদের কাছে উপযুক্ত প্রমানের ভিত্তিতে হস্তান্তর করবো। বর্তমানে মৃত ব্যক্তির লাশ সদর হাসপাতালে রয়েছে ,লাশের সুরাত হালের কাজ চলছে। এসময় ওসি লাশের পরিচয় জানলে পিরোজপুর সদর থানার সরকারী মোবাইল নাম্বারে (০১৭১৩৩৭৪৩৩৬) যোগাযোগ করতে অনুরোধ জানান।

Comment here