পিরোজপুর সদর

পিরোজপুর জেলা সদরে আন্তর্জাতিক নারী দিবস ২০২০ পালিত

নিজস্ব প্রতিবেদকঃ
‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, পিরোজপুর এর আয়োজনে এবং টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক) সহ অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদ্যাপিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকাল ১০টায় স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার এর সামনে থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এখানে বিভিন্ন সরকারি-বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী। মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মো. জাকির হোসেন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান। সমাবেশে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ, টিআইবি’র প্রতিনিধিবৃন্দ এবং ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যসহ চারশতাধিক নারী-পুরুষ।

একই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, এর আয়োজনে এবং জেলায় কর্মরত এনজিও সমূহের অংশগ্রহনণ আন্তর্জাতিক নারী দিবস ২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক জনাব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব নাহিদ ফারজানা সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাক দিয়ে যাই এর সিনিয়র সমন্বয়কারী উজ্জল দত্ত, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদা বারেক, বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা এবং পিরোজপুর জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান রাশিদা আকরাম। আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, টিআইবি’র প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ।

Comment here