পিরোজপুর সদর

পিরোজপুরে হাসপাতালে ‘আইসোলেসন ইউনিটে’ রাতে একজনকে ভর্তিঃ সকালে নেই।

নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুরে জেলা হাসপাতালের ‘করোনা ভাইরাস আইসোলেসন ইউনিটে’ এক ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো.নিজাম উদ্দিন জানান, শুক্রবার রাত ৩টার দিকে মো.তাহের ইসলাম (৩০) নামে ওই ব্যক্তিকে আইসোলেসন ইউনিটে ভর্তি করা হয়। তাহের পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের মো. মনিরুল ইসলাম মানিকের ছেলে।
আবাসিক মেডিকেল অফিসার নিজাম বলেন, তাহের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকের ব্যক্তিগত গাড়ি চালক। বৃহস্পতিবার রাতে তিনি ঢাকা থেকে মঠবাড়িয়ায় তার বাড়িতে যাচ্ছিলেন। পথে ভাণ্ডারিয়ার চরখালী এলাকা থেকে মোটর সাইকেলে করে যাওয়ার সময় প্রবাসী সন্দেহে পুলিশ তাকে আটক করে হাসপাতালে নিয়ে আসে।
এ সময় তাহের চিকিৎসকদের জানায় যে- তিনি গলায় ব্যাথা, সর্দি, কাশি ও জ্বর অনুভব করছেন। পরে তাকে করোনা আইসোলেসন ইউনিটে যথাযথ নিয়ম অনুযায়ী ভর্তি করা হয় এবং সেখানেই তার চিকিৎসা চলছে।
এদিকে সকাল ১১টার দিকে তাহের ইসলামকে এ ওয়াার্ড থেকে ছেড়ে দেয়া হয়। তার শরীরে করোনার কোন অস্তিত্ব না পাওয়ায় তাকে হোম কোয়ারেন্টাইনের লাখার নির্দেশ দেয়া।

Comment here