নাজিরপুর

নাজিরপুরে সরকারি জমি দখলের চেষ্টায় গাছ কেটে নেয়ার অভিযোগ

নাজিরপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুরে সরকারি জমি দখলের চেষ্টায় সরকারি জায়গার গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শেখ রাজিবুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯৯৭ সালের ২ নভেম্বরে উপজেলার সদর ইউনিয়নের আনসার ভিডিপির মহাপরিচালকের ৪৭ নং গোদাড়া মৌজার ৩২ নং খতিয়ানের ২২২ নং দাগের সাড়ে সাত শতক জমি স্থানীয় মো. দলিল উদ্দিনের কাছ থেকে ক্রয় করা হয়। কিন্তু গত ২ সপ্তাহ ওই জমি দখল করতে স্থানীয় আব্দুল জব্বার সরদারের ছেলে প্রভাবশালী জাহিদুল সরদারের নেতৃত্বে সেখানে থাকা রেন্টিসহ বিভিন্ন গাছ কেটে নেন।
স্থানীয় আনসার-ভিডিপি ক্লাবের সভাপতি মো. সেলিম শিকদার জানান, ওই জমি দখল করতে স্থানীয় জাহিদুল ও তার ভাইয়েরা ওই জায়গায় থাকা গাছ কেটে নিয়েছে। জমি দখল করতে বিভিন্ন চেষ্টা চালাচ্ছে। গাছ কেটে নিতে শুরু করলে বাঁধা দিলে কিছু গাছ রেখে গেছে।
এ ব্যাপারে উপজেলার ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা শেখ রাজিবুর রহমান জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলেও কোন সুরাহা হয়নি।
অভিযুক্ত জাহিদুল সরদার জানান, তিনিসহ তার ভাইয়েরা একই মালিকের একই দাগের সাত শতাংশ ওই জমি ক্রয় করেছেন। তারা তাদের জমি থেকেই গাছ কেটেছেন। সরকারী কোন গাছ কাটেননি।

Comment here