পিরোজপুর সদর

জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গানের প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদকঃ

সৃজনশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় পিরোজপুর শিল্পকলা একাডেমি স্কুলে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক সংগীত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

প্রথম দিনের প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয় গত ১০ ফেব্রুয়ারি পাড়েরহাট সম্মেলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রশিক্ষণ প্রদান করেন,জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক তানজিন আফরীন জিসা। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য জুবায়ের জনি ও যন্ত্রসংগীত প্রশিক্ষক রাজু দাস।

এই কর্মশালাটিতে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়, পিরোজপুর কালেক্টর স্কুল এন্ড কলেজ, পাড়েরহাট সম্মেলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয়,  টাউন মাধ্যমিক বিদ্যালয়, কিয়ামুদ্দীন মাধ্যমিক বিদ্যালয়, করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং এ এস টি একাডেমি।

Comment here