নাজিরপুর

কোনও মুক্তিযোদ্ধা গৃহহীন থাকবে না: গণপূর্তমন্ত্রী

নাজিরপুর প্রতিনিধি:
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশের কোনও মুক্তিযোদ্ধা গৃহহীন থাকবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়ন করেছেন। শুক্রবার পিরোজপুরের নাজিরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, ৭২ সালে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা এগিয়ে চলেছিলাম। ৭৩ সালে বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল অ্যাক্ট করেছিলেন। প্রায় ৩৭ হাজার যুদ্ধাপরাধীদের গ্রেফতার করে জেলে নেওয়া হয়। কিন্তু চক্রান্ত করে ৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে খুন করা হলো। ওই বছরের ৩১ ডিসেম্বর জিয়াউর রহমান জেলখানার গেট খুলে দিয়ে আটক যুদ্ধাপরাধীদের মুক্ত করে দিলেন।

Comment here