ভান্ডারিয়া

ভান্ডারিয়া অজ্ঞাত গৃহবধুর লাশের পরিচয় মিলেছে

ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া শনিবার বিকেলে উপজেলার মধ্য চড়াইল গ্রাম থেকে শাঁখা সিঁদুর পড়া অজ্ঞাত পরিচয়ে উদ্ধারকৃত লাশের পরিচল মিলেছে।
ভা-ারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, উদ্ধারকৃত গৃহবধু বরিশালের উজিরপুর শাথলা গ্রামের কালি চরণের মেয়ে এবং একউ উপজেলার বিপুল সিকদারের স্ত্রী তার নাম মিনতী রানি এবং সে চার সন্তানের জননী । ওসি আরো জানান গতকাল রোববার মহিলার বাবা এবং স্বামীর সাথে আলাপকালে তারা জানান মানষিক বিকার গ্রস্থ্য থাকায় তাকে বাড়িতে আটকে রাখা যায়নি। এদিকে ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর হত্যা করে ফেলে রেখেছে। ময়না তদন্তের শেষে মৃতের লাশ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে হত্যাকারীদের সনাক্তে পিরোজপুর,বরিশাল সিআইডি কর্মকর্তারা তদন্ত চালাচ্ছে।

Comment here