ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে দু’টি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি ও ৩শ’ পিস ইয়াবা ও ৪শ’ গ্রাম গাঁজাসহ র্যাবের কথিত সোর্স ইমরান সওদাগরকে আটক করেছে বরিশাল র্যাব-৮। আটক ইমরান ভান্ডারিয়া উপজেলা সদরের শাহজাহান সওদাগরের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, সোমবার রাত ২টার দিকে র্যাব-৮ এর একটি দল ভান্ডারিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ইমরান সওদাগরের বসতবাড়ীতে অভিযান চালিয়ে তার বাড়ির দোতালায় শয়নকক্ষে একটি শপিং ব্যাগে লুকিয়ে রাখা দু’টি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি, ৩শ’ পিস ইয়াবা ও ৪শ’ গ্রাম গাজা উদ্ধার করে এবং ইমরানকে আটক করে।
এ ঘটনায় বরিশাল র্যাব-৮ এর ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেছেন। র্যাব আরও জানায়, ইমরানের নামে পিরোজপুর ও ঝালকাঠি জেলার বিভিন্ন থানায় অপহরণ, মাদক ও অস্ত্রসহ ৫টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন র্যাবের সোর্স পরিচয়ে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানা এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিল।
Comment here