ভান্ডারিয়া

ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু’র ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

ভান্ডারিয়া প্রতিনিধিঃ
ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি, বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহনে এক শোক র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করা হয়।
পরে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম, ওসি এস এম মাকসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, শিক্ষক রেজাউল আহসান শরীফ, ছাত্রলীগের আহবায়ক রেদওয়ান সিকদার প্রমূখ।
আলোচনা সভা শেষে শিশুদের চিত্রাঙ্কন ও বড়দের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়।
এর আগে সকালে সরকারী বেসরকারীসহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো ব্যাজ ধারন করা হয়।

Comment here