নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু তনয়া,বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরে জেলা আওয়ামীলীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আছর নামাজ বাদ পিরোজপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব একেএমএ আউয়াল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রাশিদা আকরাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড.আব্দুর রাজ্জাক খান বাদশা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান সরদার, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. খান মো: আলাউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শফিউল হক মিঠু, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সিকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুমন সিকদার সহ জেলা,উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন পৌর কবরস্থান মসজিদের পেশ ইমাম মিজানুর রহমান। দোয়া শেষ উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে পিরোজপুরে জেলা আওয়ামীলীগের আয়োজনে দোয়া মাহফিল

Comment here