নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুর জেলা শহর ও শহরতলীতে দীর্ঘদিন ধরে কতিপয় অসাধূ ব্যবসায়ী গরুর পচা মাংস বিক্রি করে আসছে। এ অভিযোগের ভিত্তিতে হঠাৎ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর শহরের সদর বাজারে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমানের নেতৃত্বে ও ডিবি পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদলতের মাধ্যমে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাংস ব্যবসায়ী মাসুদ শেখের দোকানে ১০-১২ কেজি গরুর পচা মাংস পাওয়া যায়। ওই পচা মাংসগুলো বিক্রির জন্য রাখা হয়েছিলো বলে মাসুদ শেখ স্বীকার করেছেন। এ অভিযোগে তাকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদলতের খবর পেয়ে কয়েকজন ব্যবসায়ী পচা মাংস নিয়ে সটকে পড়েন।
পিরোজপুর সদরে কয়েকটি দোকানে গরুর পচা মাংস বিক্রির অভিযোগ

Comment here