পিরোজপুর সদর

পিরোজপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদ সদর উপজেলা শাখার কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদ সদর উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। গৌতম কুমার সাহাকে সভাপতি ও মোঃ মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নব নির্বাচিত স্বাধীনতা শিক্ষক পরিষদ সদর উপজেলা শাখার কমিটির সভাপতি গৌতম কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বাধীনতা শিক্ষক পরিষদের উপদেষ্টা কাজী মুজিবুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ ইন্দুরকানী উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, স্বাধীনতা শিক্ষক পরিষদ সদর উপজেলা শাখার সদস্য মোঃ আলমগীর হোসেন, নব নির্বাচিত স্বাধীনতা শিক্ষক পরিষদ সদর উপজেলা শাখার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নব নির্বাচিত স্বাধীনতা শিক্ষক পরিষদ সদর উপজেলা শাখার কমিটির সিনিয়র সহ-সভাপতি জি এম ফিরোজ রব্বানী, সহ-সভাপতি সুলতানা নাসরিন, সহ-সভাপতি মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল মিত্র, সাংগঠনিক সম্পাদক শান্ত কুমার দাস প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নব নির্বাচিত স্বাধীনতা শিক্ষক পরিষদ সদর উপজেলা শাখার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম খান। এসময় নব নির্বাচিত স্বাধীনতা শিক্ষক পরিষদ সদর উপজেলা শাখার কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

FacebookTwittergoogle_plusShare

Comment here