পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এলিজা সাঈদ এবং নেছারাবাদ উপজেলার সুঠিয়াকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুহুল আমিন অসীম এর শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ স্মৃতি মিলনায়তনে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সালেহ মুনতানজির, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু । শপথ গ্রহন শেষে নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Comment here