নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুরে ব্যাটারি চালিত অটো রিক্সার হাইড্রোলিক হর্ন বাতিলের অভিযান শুরু হয়েছে। সোমবার সকালে পিরোজপুর জেলা পুলিশের ট্রফিক বিভাগের আয়োজনে স্থানীয় টাউন ক্লাব সড়ক থেকে এ অভিযান শুরু হয়। অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন সার্জেন্ট আমিনুল কবির, টি এস আই কামাল হোসেন, এ টি এস আই রাহাজুল, কন্টেবল মোতাহার। সার্জেন্ট আমিনুল কবির জানান, পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নির্দেশে পিরোজপুরে ব্যাটারী চালিত অটো রিক্সার হাইড্রোলিক হর্ণ বাতিলের অভিযান শুরু করেছি। এই হাইড্রোলিক হর্ণের কারনে শব্দ দূষণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা হাইড্রোলিক হর্ণ বাতিল করে রিক্সার বেল লাগানোর ব্যবস্থা করছি। অভিযানের সময়ে পুলিশের পক্ষ থেকে একটি করে বেল লাগিয়ে দেয়া হচ্ছে।
Comment here