নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপ এবং সারা দিনের বৃষ্টির কারণে পিরোজপুরের নদ-নদী ও খালে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এতে জোয়ারের সময় পানি আরও বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী অনেক গ্রামে পানি উঠে জনজীবন বিঘ্নিত হচ্ছে। পানিতে তলিয়ে গেছে রাস্তা-ঘাট, এমনকি অনেকের চুলার ভিতরে পানি ঢুকে পড়ায় বন্ধ রয়েছে রান্না। অতিরিক্ত পানির চাপে তলিয়ে গেছে মাঠ-ঘাট।
বিগত কয়েক দিন ধরে পিরোজপুরের বিভিন্ন নদীতে পানির স্তর বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। এর স্তর আরও বাড়লে, নদী তীরবর্তী সকল গ্রামগুলো প্লাবিত হয়ে জনজীবন মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশংকা করছেন স্থানীয়রা।
এ অবস্থা আরও তিন দিন থাকবে বলে জানিয়েছে অবহাওয়া অধিদপ্তর ।
Comment here