নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুরেরর নাজিরপুরে ‘শিব মন্দিরের ভূমি দখল’ ঘটনা সঠিক নয়, বলেছেন হিন্দু নেতারা। জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে এক ব্যক্তি এবং উপজেলা ভূমি অফিসের মধ্যে বিরোধের জেরে কয়েকটি অনলাইন পত্রিকা ও ফেসবুকে ধর্মীয় উষ্কানি দিয়ে মিথ্যা প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পিরোজপুর জেলা কমিটি। বুধবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বসু জানান, নাজিরপুর উপজেলার দীঘিরজান বাজারের কাছে কিছু জমির মালিকানা দাবী নিয়ে জনৈক মনিন্দ্রনাথ মজুমদার উপজেলা ভূমি অফিসের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। গত ৬ জুলাই উপজেলা ভূমি অফিসের লোকজন সরকারি জমির উপর নির্মিত একটি বেড়া উচ্ছেদ করে। এ সময় এক যুবক ফেসবুকে মিথ্যা প্রচারণা চালায় যে, মন্দ্রিনাথের বাড়ির ২০০ বছরের পুরণো একটি শিব মন্দির দখল করে সেটি ভাংচুর করা হয়েছে এবং হিন্দুদের জমি দখল করা হচ্ছে। একটি চক্র আরো প্রচার করে যে,সোমবার (৬ জুলাই) সকাল ৮ টার দিকে মোঃ কামরুল শেখের (কাবুল) নেতৃত্বে মোঃ শাহজাহান শেখ (তহসিলদার) ও মোঃ হেদায়েত শেখসহ কয়েকশো নাম না জানা লাঠিয়াল বাহিনী একত্রিত হয়ে কাঁটাতার ও বাঁশের বেড়া ভেঙে দিয়ে জায়গা দখল করে নেয়। তবে সেখানে এ ধরণের কোন ঘটনা ঘটেনি বলে জানান গোপাল বসু। একটি মহল সাম্প্রদায়িক সম্প্রিতি নষ্ট করাসহ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কিছু অনলাইন নিউজ পেপারে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিমল কৃষ্ণ মন্ডল, জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন কুমার চক্রবর্তী, নাজিরপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখরঞ্জন বেপারী, সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য তুহিন হালদার তিমিরসহ জেলা পুজা উদযাপন পরিষদ এবং জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, ফেসবুকে মিথ্যা প্রচারণার বিষয়ে পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, ঘটনার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Comment here