নাজিরপুর প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুরে খাল থেকে অজ্ঞাতনামা এক পুরুষের (৫০) অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার দেউলবাড়ি ইউনিয়নের গাওখালী বাজার সংলগ্ন উত্তর পাকুরিয়া খাল থেকে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করা হয়।
নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া জানান, শুক্রবার বিকেলে ওই দিন স্থানীয়রা ওই খালে অজ্ঞাতনামা একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। ধারণা করা হচ্ছে ওই পুরুষের বয়স ৫০ এর উপরে হবে। লাশটির গায়ে ও পড়নে কোন কাপড় চোপড় নেই। তার গায়ের চামড়া উঠে গেছে। ধারনা করা হচ্ছে ৫-৬ দিন আগে সে কোন ভাবে মারা যেতে পারে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। শনিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্তের রির্পোট প্রাপ্তির পর আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে ওসি (তদন্ত) মো. জাকারিয়া জানান।
Comment here