ডেঙ্গু বা এডিস মশা খুব সহজেই চিনতে পারবেন।
* এটার পায়ে সাদা দাগ থাকে।
* এই মশা মারতে গেলে হাতে মশার গায়ের সাদা পিগমেন্ট লেগে যায় পর্যন্ত। মনে রাখবেন, ডেঙ্গু বা এডিস মশা ছাড়া অন্য মশার পায়ে সাদা
দাগ থাকেনা।
বাসায় এই মশা দেখামাত্র সতর্ক হোন। একটা মশা দেখলেও স্প্রে করে মেরে ফেলুন ।
নিজে সতর্ক হোন, সবাইকে সতর্ক করুন।
Comment here