কাউখালী

কাউখালীতে নবাগত ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সাংবাদিকদের সাথে সোমবার সন্ধ্যায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে নবাগত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাইটিভির জেলা প্রতিনিধি ও কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ওসি মোঃ নজরুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি তারিকুল ইসলাম পান্নু প্রমুখ। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারন সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ, সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক এ,জেড,এম ছায়ফুল্লাহ মনির, গাজী আনোয়ার হোসেন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। মতবিনিময় শেষে নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে কাউখালী শহরের বিভিন্ন স্পটে কিশোর গ্যাং প্রতিরোধ সচেতনামূলক অভিযান পরিচালনা করেন।

Comment here