ব্রেকিং নিউজ

কাউখালীতে অর্থ আত্মসাৎ মামলায় প্রধান শিক্ষক গ্ৰেফতার

অর্থ আত্মসাৎ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি পিরোজপুরের কাউখালী উপজেলা উত্তর নিলতি সমতট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানকে গ্রেফতার করেছেন কাউখালী থানার পুলিশ।
গত বুধবার (২১ আগস্ট) সকালে কাউখালী থানা পুলিশ ওই স্কুল সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্ৰেফতার করেন।
পুলিশ দুপুরে তাকে আদালতে পাঠিয়ে দেয়। মামলা সূত্রে জানা যায় , উত্তর নিলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ এর  অভিযোগে সাময়িক বহিষ্কারকৃত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান বিভিন্ন ভুয়া, বিল-ভাউচার তৈরি করে লাখ এর অধিক টাকা আত্মসাৎ করেন।
 আদালতের নির্দেশনা অনুযায়ী  গোয়েন্দা জেলা শাখা পিরোজপুর পুলিশ পরিদর্শক মোঃ রেজাউল করিম রাজিব তদন্ত শেষে মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে আদালত প্রতিবেদন দাখিল করেন।
কাউখালী থানার অফিসার  ইনচার্জ মোঃ হুমায়ুন কবির দৈনিক সকালের বার্তাকে জানান অর্থ আত্মসাৎ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মিজানুর রহমানকে বুধবার সকালে গ্ৰেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Comment here