আশিকুল আলভীঃ
লুডু খেলা বাংলাদেশে অন্যতম বিনোদন হিসেবে বিবেচিত। ঘরের বিছানায় অথবা মাটিতে মাদুর বা চাদর পেতে কৈশোরে অতিক্রান্ত ছেলে মেয়েরা এ খেলাটি খেলে থাকে। কিন্তু এখন লুডু খেলায় কোন বয়স নেই। সকল বয়সেরই লোক এ খেলাটি খেলছে। যে সকল লুডু খেলার প্রচলন আমাদের দেশে দেখা যায় তা হল- ঘর লুডু, সাপ লুডু, পৃথিবী ভ্রমণ লুডু ইত্যাদি। খোঁজ নিয়ে জানা গেছে, করোনায় ঘরবন্দি হয়ে লুডু খেলে সময় কাটাচ্ছে অসংখ্য পরিবার। হাট-বাজরে লুডু কেনার ধুম পড়েছে। কোন না কোনভাবে সময় কাটতে হবেই।
Comment here