বিনোদন

করোনাঃ ঘরবন্দি হয়ে লুডু খেলে সময় কাটাচ্ছে অসংখ্য পরিবার

আশিকুল আলভীঃ
লুডু খেলা বাংলাদেশে অন্যতম বিনোদন হিসেবে বিবেচিত। ঘরের বিছানায় অথবা মাটিতে মাদুর বা চাদর পেতে কৈশোরে অতিক্রান্ত ছেলে মেয়েরা এ খেলাটি খেলে থাকে। কিন্তু এখন লুডু খেলায় কোন বয়স নেই। সকল বয়সেরই লোক এ খেলাটি খেলছে। যে সকল লুডু খেলার প্রচলন আমাদের দেশে দেখা যায় তা হল- ঘর লুডু, সাপ লুডু, পৃথিবী ভ্রমণ লুডু ইত্যাদি। খোঁজ নিয়ে জানা গেছে, করোনায় ঘরবন্দি হয়ে লুডু খেলে সময় কাটাচ্ছে অসংখ্য পরিবার। হাট-বাজরে লুডু কেনার ধুম পড়েছে। কোন না কোনভাবে সময় কাটতে হবেই।

Comment here