ইন্দুরকানী প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করেছে। এঘটনায় পুলিশ একজন কে আটক করেছে। বুধবার ইন্দুরকানী কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে। জানা যায়, মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে ইন্দুরকানী গ্রামের আঃ কাদের খানের ছেলে ছাত্রলীগ কর্মী ইব্রাহীম খানের (১৭) সাথে একই গ্রামের কাওসার,রাসেল ও জাহিদের কথার কাটাকাটি হয়। বুধবার ছাত্রলীগ কর্মী ইব্রাহীম ইন্দুরকানী কলেজের সামনে গেলে পূর্ব কত্রুতার জের ধরে প্রতিপক্ষ কাওসার , রসেল ও জাহিদ সহ তাদের ৫ থেকে ৬ জন সহযোগী ইব্রাহীম কে কাঠের চলা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে আলীম নামে এক যুবককে আটক করেছে। ইন্দুরকানী থানার এস আই হেমায়েত উদ্দিন জানান, আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
ইন্দুরকানী হামলায় ছাত্রলীগ কর্মী গুরুতর আহত

Comment here