ইন্দুরকানী

ইন্দুরকানীতে ১৫০ পিস ইয়াবা সহ নারী মাদক ব্যবসায়ী আটক

ইন্দুরকানী  প্রতিনিধি ঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে ১৫০ পিস ইয়াবা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন বিভাগ। সোমবার দুপুরে পিরোজপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ এনায়েত হোসেনের নেতৃত্বে একদল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার বালিপাড়া ইউনিয়নের কলারণ গ্রামের নুর মোহাম্মাদের স্ত্রী রহিমন (৪০)কে একই এলাকার জামাল উদ্দিনের ভাড়া বাসা থেকে ১৫০ পিস ইয়াবা সহ আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রনের একটি মামলায় আটক দেখিয়ে পিরোজপুর কারাগারে পাঠিয়েছে সংস্থাটি।
পিরোজপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা সহ এক নারীকে আটক করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ওই মামলায় আটক দেখিয়ে পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে।

Comment here