ব্রেকিং নিউজ

পিরোজপুরে নাটকীয় ঘটনা: পুলিশ ভ্যান থেকে আসামি ছিনতাই

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পুলিশের ভ্যান থেকে ছাত্রদল কর্মী কবির জোমাদ্দারকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের মঞ্জু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোর্শেদা বেগম নামের এক নারী স্থানীয় রশিদ আকনের স্ত্রী রহিমা বেগমের বিরুদ্ধে তার জমি দখলের অভিযোগ এনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন।

খবর পেয়ে ভান্ডারিয়া থানা থেকে এসআই মানিক লাল হাওলাদারের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ সেখানে পৌঁছে কবির জোমাদ্দার নামের এক ব্যক্তিকে আটক করে থানায় নেওয়ার জন্য গাড়িতে তোলে।

তবে পথে মঞ্জু মার্কেট এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন লোক পুলিশের গাড়ি থামিয়ে জোরপূর্বক কবির জোমাদ্দারকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় হামলায় এসআই মানিক লাল হাওলাদার ও কনস্টেবল মানস কুমার দাস আহত হন।

ঘটনার সময় কবির জোমাদ্দার ফেসবুক লাইভে এসে নিজেকে জেলা ছাত্রদলের সদস্য দাবি করে পুলিশকে হুমকি দিতে থাকেন।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনোয়ার জানান, পুলিশের কাজে বাধা ও সদস্যদের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযান চালিয়ে নজরুল ইসলাম ও নাসির উদ্দিন নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, জমি জবরদখলের অভিযোগে রহিমা বেগমের বিরুদ্ধে মোর্শেদা বেগম আরও একটি মামলা করেছেন।

পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি জানিয়েছেন, কবির জোমাদ্দার জেলা ছাত্রদলের একজন সদস্য এবং তিনি ঘটনাটি শুনেছেন বলেও উল্লেখ করেন।

Comment here