বিশেষ প্রতিবেদন

‘বুলবুলে’র প্রভার এর মোকাবেলা এবং করনিয় বিষয়ে গুরুত্ব সহাকারে পর্যবেক্ষণ ও মনিটিরিং করছেন  গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদকঃ

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভার এর মোকাবেলা এবং করনিয় বিষয়ে গুরুত্ব সহাকারে পর্যবেক্ষণ ও মনিটিরিং করছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। তিনি সবধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঘূর্ণিঝড় মোকাবেলা ও ক্ষতিগ্রস্তদের।

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে শুক্রবার থেকে উপকূলীয় এলাকার অন্যান্য জেলার মধ্যে পিরোজপুরেও কখনো হালকা আবার কখনো ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জেলা প্রশাসকের হল রুমে ঘূর্নিঝড় ‘বুলবুল’ মোকাবিলার সার্বিক অবস্থা সম্পর্কে শুক্রবার রাত ১০ টায় সর্বশেষ জরুরি পর্যালোচনা সভা শেষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করেছে। জেলা প্রশাসক আবু আালী মোঃ সাজ্জাদ হোসেন সভায় সভাপতিত্ব করেন। এসময় পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানসহ সাংবাদিক, কৃষি সম্প্রসারন, ফায়ার সার্ভিস, চিকিৎসক, সাংবাদিক, রেডক্রিসেন্টসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তবে শুক্রবারের তুলনায় শনিবার ভোর রাত থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভারি বৃষ্টি হয়েছে বেশি। সভায় জেলা প্রশাসকের অফিসসহ জেলার ৭টি উপজেলায় ৭টি কন্ট্রোল রুম খোলাসহ ১৬৯টি মেডিকেল টিম ২শ’২৮টি সাইকোন সেন্টার ও আশ্রয় কেন্দ্র যার ধারণক্ষমতা ১ লাখ ৭২ হাজার ৯২৭ জন মানুষ জনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবেলার জন্য ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট ব্যাবস্থা রাখা হয়েছে। এছাড়া ১১ লাখ ৯০ হাজার নগদ টাকা এবং ৩শ’৫০ মে:ট: শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়াও রেডক্রিসেন্ট, বলান্টিয়ার, বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনকে দিক নির্দেশনা দেয়া হয়েছে এবং তাদেরকে সব ধরনের দুর্যোগ মোকাবেলায় তৎপর তাকার জন্য সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া দুর্যোগ পরবর্তী সময়ে জরুরী ভিত্তিতে সেবা দেওয়ার জন্য ১,২৭৫ জন স্বেচ্ছাসেবক এবং ৪৩৫ জন স্কাউট সদস্য প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য ইতোমধ্যে প্রায় ৪৫০০০ এর বেশি ব্যক্তিকে আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। একজন ব্যক্তিও যেনো ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করেন সে বিষয়ে জেলা প্রশাসক  নির্দেশক্রমে অনুরোধ করেছেন।

 

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি মহোদয়ের নির্দেশে ও একান্ত সহযোগিতায় পিরোজপুর ০১ আসনের বন্যায় দুর্গত মানুষের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

 

Comment here