পিরোজপুর জেলায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
তিনি জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে করা সাধারণ ডায়েরি (জিডি) অনুসারে মোট ২০টি মোবাইল ফোন ও ৫টি হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে—
পিরোজপুর সদর থানা: ৩টি, ইন্দুরকানি থানা: ৫টি, মঠবাড়িয়া থানা: ৩টি, নাজিরপুর থানা: ৬টি, ভান্ডারিয়া থানা: ৩টি
এছাড়া জেলার বিভিন্ন এলাকা থেকে হ্যাক হওয়া পাঁচটি ফেসবুক আইডি উদ্ধার করে নিরাপদে মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন,
“অল্প সময়ের মধ্যে প্রযুক্তির ব্যবহার করে হারানো মোবাইল ফোন ও ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব হয়েছে। জেলা পুলিশের এ ধরনের জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ সময় তিনি নাগরিকদের যেকোনো প্রযুক্তি-সংক্রান্ত সমস্যায় জেলা পুলিশকে দ্রুত অবহিত করার আহ্বান জানান।
পিরোজপুরে পুলিশের তৎপরতায় উদ্ধার ২০ মোবাইল ও ৫ ফেসবুক আইডি


Comment here