ব্রেকিং নিউজ

নেছারাবাদকে মডেল উপজেলা গড়ে তোলার প্রতিশ্রুতি শামীম সাঈদীর

“জনগণ যদি আমাদের নির্বাচিত করে, ইনশাআল্লাহ নেছারাবাদকে একটি আধুনিক ও উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো”—এ কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর-২ (নেছারাবাদ-ভান্ডারিয়া) আসনের কেন্দ্র ঘোষিত সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী।

গতকাল শনিবার সকালে নেছারাবাদ উপজেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় তৃণা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে শামীম সাঈদী বলেন, “আমরা নির্বাচিত হলে নেছারাবাদে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, বেকারত্ব দূরীকরণ, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা সহজলভ্যকরণসহ সকল মৌলিক চাহিদা পূরণের জন্য পরিকল্পিতভাবে কাজ করবো।”

সভায় উপজেলা আমীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে ঢাকাস্থ নেছারাবাদ ফোরামের নেতৃবৃন্দ, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন। নেতারা বলেন, একটি সমৃদ্ধ নেছারাবাদ গড়তে হলে নেতৃত্বে প্রয়োজন দূরদর্শী ও জনবান্ধব ব্যক্তি—শামীম সাঈদী সে প্রত্যাশা পূরণে সক্ষম।

Comment here